দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু

সময়: 11:05 am - October 10, 2024 |

মানব কথা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আবুবকর সিদ্দীকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই নম্বরে জানাতে বলা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এসংক্রান্ত পত্র জারি করা হয়।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর