বিজিএমইএর পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ

সময়: 1:38 pm - October 20, 2024 |

মানব কথা: তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন প্রশাসক বসিয়েছে সরকার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনকে বিজিএমইএ-র প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বিজিএমইএ-র প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-সহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার। অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে বিজিএমইএ-র সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর