সোনাইমুড়ীতে সাজাপ্রাপ্ত ২ জন আসামী গ্রেফতার

সময়: 1:04 pm - October 21, 2024 |

সাজিদ রুবেল (নোয়াখালী) প্রতিনিধিঃ সোনাইমুড়ীত পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২জন আসামিকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মোরশেদ আলম’র তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ রমজান হোসেন ভূঁইয়া ও এসআই(নিরস্ত্র) মোঃ মাসুম রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নজরপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে০৬(ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সুমন(২৮) ও বারাহীনগর গ্রামের মৃত মনহর আলী ছেলে মোঃ ছগির আলম বোরহান(৩৮),কে সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার সংক্রান্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

Share Now

এই বিভাগের আরও খবর