ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: নাহিদ

সময়: 3:01 pm - August 13, 2024 |

মানব কথা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন সরকারের ডাক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ রোববার সকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।

Share Now

এই বিভাগের আরও খবর