চাটখিলে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
আনিছ আহম্মদ হানিফ, চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরামর্শে পরকোট ইউনিয়ন যুবদলের উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গাছের চারা প্রদান করা হয়।
রবিবার বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে পরকোট ইউনিয়ন যুবদলের আয়োজনে বিভিন্ন প্রকার সবজি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক শফিকুল বাসার বাবুল শেখ, ফখরুদ্দিন ফিরোজ।
সবজির চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম তরফদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, মোহাম্মদ আলী, বাহার মেম্বার, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, সহ-সভাপতি আহাদ চৌধুরী সহ উপজেলা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপন না করে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজি গাছের চারা বিতরণ করা হয়েছে। আরো বলেন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যে অর্থ খরচ হবে সে অর্থ দিয়ে কৃষকদের জন্য সবজি গাছের চারা দেওয়া হয়েছে। উপজেলা যুবদল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশে ঐক্য বদ্ধ ও সুসংগঠিত রয়েছে।