কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ের ভূতিয়া পাড়ায় মাছ ধরতে গিয়ে মারা গেলেন মো. হেলাল (২৮) নামে এক যুবক।
সোমবার (৪ নভেম্বর) রাতে তার মরদেহ পাওয়া যায়।
নিহত হেলাল ঈদগাঁও ইউনিয়নের ভূতিয়া পাড়ার গুরা মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সোমবার দুপুরে হেলাল মাছ ধরতে যান কালিরছড়ার কাছে পেচার জুমের পাহাড়ি খালে। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকার লোকজন খালে ডুবন্ত অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমান জানান, কি কারণে হেলালের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন।