নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে ফেরত আনল বিজিবি

সময়: 1:46 pm - November 7, 2024 |

মানব কথা: মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করেছে। বৃহম্পতিবার বিকাল ৪টায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বঙ্গোপসাগরের নাফ নদী মোহনায় মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে। গত সোমবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৫টি নৌকা ও জালসহ তাদের অপহরণ করা হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনা হলো।
অপহৃত জেলেরা হলেন- মো. হাসিম (৩০), মো. হোছেন (২০), মহিউদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), আব্দুল শুক্কুর (৩৫), নুর হাফেজ (২২), মো. ইয়াছিন (৩০), আবদুর রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোসেন (১৭), আয়ুব খান (৩০), নুর হোসেন (২২), মো. বেলাল (১৮), মো. সলিম (২৭), আব্দুল কাদের (২২) ও ইবনে আমিন (৩৫)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
এটি মিয়ানমারের নৌবাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে এ ধরনের অপহরণের নতুনতম ঘটনা। এর আগে ৯ অক্টোবর গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ৫৮ জেলেকে মিয়ানমারের নৌবাহিনী অপহরণ করেছিল, এবং ওই ঘটনায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন, একজনের মৃত্যু হয়। পরে তাদের ফেরত দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর