এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু আগামী ১১ সেপ্টেম্বর

সময়: 12:08 pm - August 15, 2024 |

মানব কথা: আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু ১১ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন সময়সূচি অনুমোদন করেছে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর