প্রথমবারের মতো উপদেষ্টাদের সাথে বৈঠকে সচিবালয়ে ড. ইউনূস

সময়: 7:19 am - November 20, 2024 |

মানব কথা: অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সকালে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ড. ইউনূস।

সচিবালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা। এছাড়া আজ উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর