বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
মানব কথা: সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলার আবেদন খারিজ হয়েছে।
আাজ রোববার (১৮ আগস্ট) মামলার আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করে দেন ঢাকা মহানগর হাকিম দিলরুবা আফরোজ বিথি।
বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঢাকার অন্য মহানগর হাকিমের এখতিয়ারাধীন হওয়ায় জবানবন্দি নিয়ে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলার আবেদন খারিজ করা হয়েছে বলে জানা গেছে।
২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয় বাংলাদেশে সুপ্রিম কোর্ট।
খায়রুল হক তখন প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।
মামলার আবেদনে অভিযোগ তোলা হয়েছিল যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলায় ঘোষিত রায়ে সুপ্রিম কোর্ট দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পথ খোলা রেখেছিল দাবি করে আবেদনে বলা হয়, ‘কিন্তু প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে গিয়ে রায় ঘোষণার ১৬ মাস ৩ দিন পর যে রায় প্রকাশ করলেন, সেখানে তিনি এ অংশটি রাখেননি।’
আবেদনে আরো বলা হয়, ‘অসাধুভাবে প্রধান বিচারপতির পদ ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে এ রায় দেন।’
সূত্র : বিবিসি