২ জানুয়ারির আগে ভোটার হওয়ার আহ্বান ইসির

সময়: 12:05 pm - December 9, 2024 |

মানব কথা: নির্বাচন কমিশন ১৮ বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে।

আগামী ২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে, তারা ভোটার না হয়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হলো।

এর আগে গত রোববার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল।

সেই বিজ্ঞপ্তি ‘সংশোধন’ করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর