কম বয়সীদের মধ্যে বাড়ছে অন্ত্রের ক্যান্সার
মানব কথা: পঞ্চাশ বছরের কম বয়সীদের মধ্যে বাড়ছে অন্ত্রের ক্যান্সার। এমন তথ্য দিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ল্যানসেট অনকোলজি ম্যাগাজিনে। বিশ্বের বিভিন্ন নথি পর্যবেক্ষণ করে চিকিৎসকরা দেখছেন ইউরোপ থেকে উত্তর আমেরিকা, এশিয়া থেকে ওশেনিয়া মহাদেশে বাড়ছে এই ক্যান্সার।
গবেষণায় ২৭টি দেশের তথ্য পর্যালোচনা করে দেখা যায় প্রতিবছর অন্ত্রের ক্যান্সার নিউজিল্যান্ডে বেড়েছে ৪ % করে। চিলিতে ৪%, পুয়ের্তোরিকোতে ৩.৮% এবং ইংল্যান্ডে বেড়েছে ৩.৬% করে।
এখন প্রশ্ন হতে পারে, কী কারণে বাড়ছে অন্ত্রের ক্যান্সার। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন এই ক্যান্সার বৃদ্ধির পেছনে আছে ফাস্ট ফুড খাওয়া, এছাড়া কারণ হিসেবে আছে শারীরিক পরিশ্রম না করা আর স্থূলতা।
গবেষণায় বলা হয়েছে প্রাপ্তর বয়স্কদের মধ্যে এই ক্যান্সার বৃদ্ধির প্রবণতামানে ভবিষ্যতে বয়স্কদের মাঝেও বাড়বে মরণব্যাধি এই ক্যান্সার। গবেষণায় দেখা গেছে, ২৭টি দেশের ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে বাড়ছে এই ক্যান্সারের হার।
বিশ্বে ক্যান্সার শনাক্তের মধ্যে অন্ত্রের ক্যান্সারে অবস্থান তৃতীয় এবং ক্যান্সারের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ২০২২ সালে ১৯ লাখ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৯ লাখ ৪ হাজার জনের । পুরুষের তুলনায় নারীদের মধ্যে অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হবার হার বাড়ছে, যদি তারা ইংল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক, কোস্টারিকা বা স্কটল্যান্ডে বসবাস করে।