ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার : উপদেষ্টা সাখাওয়াত

সময়: 8:53 am - December 17, 2024 |

মানব কথা: ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

গতকাল ভারতের প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেন।

সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

এ প্রসঙ্গেই সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে। আজ ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। নয় মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল।’

‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য-সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওটাই যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার,’ তিনি যোগ করেন।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর