চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
মানব কথা: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূইঁয়া।
তিনি বলেছেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দিয়েছে আদালত।
এর আগে সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান।
গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় ৭০ জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়।
বৃহস্পিতবার এমন পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।
গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশ হয়। ওই সমাবেশে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে।
পরদিন ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ পুনরায় জামিন আবেদন করলে আদালত ৩ ডিসেম্বর দিন ধার্য করে। কিন্তু ওইদিন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত তা নাকচ করে দেয় এবং পূর্ব নির্ধারিত তারিখ ২ জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানায়।
সূত্র : বিবিসি