হাসপাতাল ছেড়ে বাসার উদ্দেশে খালেদা জিয়া

সময়: 2:00 pm - August 21, 2024 |

মানব কথা: হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে।

এর আগে রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ডা. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন- তা এখনো চূড়ান্ত হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর