লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

সময়: 10:44 am - January 8, 2025 |

মানব কথা: যুক্তরাজ‍্যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে হিথরো বিমানবন্দরে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার আম্বুলেন্স লন্ডনে পৌঁছেছে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে বিশেষ বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে যাত্রা বিরতিতে কাতারে দোহা বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের কাতারে রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করেন। এসময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন রাষ্ট্রদূত।

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর