দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না টাইগারদের

সময়: 9:03 am - August 22, 2024 |

মানব কথা: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট চলছে। টেস্টের প্রথম দিনের প্রথম সেশন ভেজা আউটফিল্ড থাকলেও বাংলাদেশের বোলাররা দ্বিতীয় সেশনে ভালো করে। শরীফুল-হাসানদের আক্রমণাত্মক বোলিংয়ে ম্যাচে নেয় টাইগাররা। তবে শুরুর সেই ধাক্কা সহজে কাঁটিয়ে ম্যাচ এখন স্বাগতিকদের হাতে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটারদের ওপর চরাও হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। দুই পাক ব্যাটারই বর্তমানে শতকের সামনে।

এর আগে প্রথম দিনে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৬ রানে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। তবে শুরুর বিপর্যয় সহজেই কাটিয়ে ওঠে তারা। সাউদ শাকিল ও সাইম আইয়ুব প্রাথমিক বিপর্যয় কাঁটিয়ে উঠে এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শাকিল দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে পাকিস্তানকে নেন ৪ উইকেটে ২৫৬ রানে। রিজওয়ান ও শাকিলের মধ্যে ইতিমধ্যে ১৪৫ রানের জুটি গড়ে উঠেছে।

পাকিস্তান দ্বিতীয় দিনের খেলা শুরু করে ৪১ ওভার ৪ উইকেটে ১৫৮ রানে। বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে অর্ধশতক তুলে নেন রিজওয়ান। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার ওপর চড়াও হন তিনি।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর