বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ভারতও বিশ্বাস করে না : মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

সময়: 12:47 pm - January 11, 2025 |

মানব কথা: বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

সুলিভান বলেন, ঢাকায় যা ঘটেছে, তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুয়া। ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও মনে করেন না যে ঢাকার ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল।

শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সাথে আলাপকালে বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের উন্নয়নকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকান নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও ঘটনাটির পূর্ণাঙ্গ জবাবদিহিতার প্রক্রিয়া অব্যাহত থাকবে। বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে ২০ জানুয়ারির পরও এই কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রশ্নের জবাবে সুলিভান জানান, সাম্প্রতিক ভারত সফরে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। সংবাদমাধ্যমটি গুরুপতবন্ত সিং পান্নুন হত্যা ষড়যন্ত্র, ধনকুবের গৌতম আদানি এবং বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ সম্পর্কে জানতে চায়। বিজেপির দাবি, এসব ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ জড়িত রয়েছে এবং এটি ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে সুলিভান বলেন, আমি এই অভিযোগ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। কেননা আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর।

এর আগে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস। বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।”

Share Now

এই বিভাগের আরও খবর