তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৬৬

সময়: 2:57 pm - January 21, 2025 |

মানব কথা: তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে আগুন লেগেছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ৫১ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২তলা ওই আবাসিক হোটেলে স্থানীয় সময় ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন।

বোলু গভর্নর আবদুল্লাহ আজিজ আয়দিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে জানা যাচ্ছে যে চারতলায় হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি উপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।

হোটেলের কক্ষগুলো আরো অতিথি আটকে আছে কিনা, এখন তার অনুসন্ধান চলছে।
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর