মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি : ড. সালেহউদ্দিন আহমেদ

সময়: 8:29 am - January 28, 2025 |

মানব কথা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিদেশী মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব তা করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করার দরকার করেছি।

ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

রোজায় যেন ঘাটতি না হয় এজন্য চাল, গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর