পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

সময়: 8:56 am - January 30, 2025 |

মানব কথা: অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তরে তামুনের গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হামলার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

তামুনের বাসিন্দারা জানান, বিমান হামলাটি জনাকীর্ণ এলাকার একটি বাড়িতে আঘাত হেনেছে।

বিমান হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে হামাস এক বিবৃতিতে তামুনে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে। একইসাথে ইসরাইলকে তার অপরাধের মূল্য দিতে বাধ্য করার জন্য অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরাইলের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

তবে নিহতরা তাদের সদস্য কি না এ বিষয়ে হামাস কিছু জানায়নি।

গাজায় যুদ্ধবিরতির পর ইসরাইল পশ্চিম তীরে কঠোর অভিযান চালানো অব্যাহত রেখেছে। বুধবার গভীর রাতে তামুনের গ্রামাঞ্চলে জেট যুদ্ধবিমান ব্যবহার করে আক্রমণ চালানোর এ ঘটনাটি পশ্চিম তীরে ইসরাইলের দমন-পীড়নের মধ্যে সর্বশেষ।

সূত্র : এপি নিউজ

Share Now

এই বিভাগের আরও খবর