আমরা জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত : তারেক রহমান

সময়: 2:06 pm - January 30, 2025 |

মানব কথা: নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেবে। তাই নির্বাচন হতেই হবে।

তিনি বলেন, ‘আমরা একত্রে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সব সময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যেকোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করে যাবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকেই দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দু’ বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা জানতাম যে, এই সরকারের পতন হবেই। তাই আগে থেকেই আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেই।’

নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, কিন্তু এখন বাংলাদেশের অনেক নদ-নদী ভরাট হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় এলে নদী রক্ষা ও পানিসম্পদ সংরক্ষণে নানা কর্মসূচি গ্রহণ করবে। যা ৩১ দফায়ও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেছেন, ‘গত ১৫ বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে মানুষের জন্য রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও সেই ধারায় কাজ চালিয়ে যাবে। যার ফলে দেশে যোগ্য নারী নেতৃত্ব সামনে আসবে এবং তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান প্রমুখ।

এ কর্মশালার মূল বিষয় ছিল, আগামী রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর