বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

সময়: 11:56 am - February 12, 2025 |

মানব কথা: এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

চিকিৎসকরা খালেদার জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ আরো বলেন, সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে যেসব পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তারা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন তিনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন তখনই দেশে ফিরবেন।

গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে যাওয়ার পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। ১৭ দিন পর গত ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর