বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ
সময়: 8:59 am - February 16, 2025 |

মানব কথা: ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের শেষ দিনের কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা সম্পন্ন হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে, সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সব সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একই ময়দানে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।