কিসের জন্য মব তৈরি করে সেটা দেখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়: 9:59 am - February 17, 2025 |

মানব কথা: মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সব জনতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি। বিভিন্ন ধরনের জনতা বিভিন্ন সমস্যা তৈরি করছে। সব জনতাকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন জনতা কিসের জন্য মব তৈরি করে সেটা দেখতে হবে। এ জন্য সবাইকে সজাগ হতে হবে।’

ব্যক্তিগত লাভের চেয়ে দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করতে হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর আলম।

দেশে দুর্নীতি সহনীয় পর্যায়ে না এলেও গত ছয় মাসে কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের বড় সমস্যা দুর্নীতি। এটা কিভাবে কমানো যায়, যদি দুর্নীতি কমানো যায় তাহলে সব সেক্টরে উন্নতি হবে। ছয় মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে। কিন্তু তারপরেও এটা সহনীয় পর্যায়ে আসেনি।’

রোহিঙ্গারা যাতে ন্যাশনাল আইডি কার্ড না পায় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন উঠায়া দেয়া আমাদের অনেক দিনের চিন্তা-ভাবনা। এটা কিন্তু জনগণের ভোগান্তি থেকে রক্ষা। এখন যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না পাসপোর্ট পেতে যাদের ন্যাশনাল আইডি আছে। এখন ন্যাশনাল আইডির সময়ে রোহিঙ্গারা যাতে না পায় এ জন্য ব্যবস্থা নেয়া হবে। যারা পেয়েছে সেটা রিভিজিট করা হবে। কিন্তু (এরকম) আছে কিনা আমরা জানি না।’
সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর