টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মানব কথা: চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের। এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। মুখোমুখি হয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ভারতের। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে দু’দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের।
চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে সর্বশেষ আসরে সেমিফাইনালে দেখা হয় দু’দলের। তবে বাংলাদেশকে আক্ষেপে পুড়িয়ে সেবার ফাইনালে ওঠে ভারত।
আজ একাদশে তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। তবে তাদের মাঝে নেই নাহিদ রানা। একাদশে থাকা তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুই স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
এদিকে একাদশে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। তার বদলে খেলবেন জাকের আলী অনিক। আছেন মুশফিকুর রহিমও।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।