১০৪ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

সময়: 11:48 am - February 27, 2025 |

মানব কথা: বাংলাদেশ পুলিশের ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুইজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পদোন্নতিপ্রাপ্তদের নাম আলাদা প্রজ্ঞাপনে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর