প্রবাসীদের ভোট নিয়ে ওআইসির সহযোগিতা চেয়েছে ইসি

সময়: 9:39 am - March 17, 2025 |

মানব কথা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত ১০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চেয়েছে কমিশন।

এর আগে ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।

এর মধ্যে ১০ দেশের মিশন প্রধানরা এ বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু করতে ওআইসি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তারা।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে এ বৈঠক হয়। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।

আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা।

Share Now

এই বিভাগের আরও খবর