বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি: ধর্ম উপদেষ্টা

সময়: 1:30 pm - March 18, 2025 |

মানব কথা: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। সৌদি রাষ্ট্রদূতের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের হজ-ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং (রিজারভেশন) ও এয়ারলাইন্সের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আর সৌদি ওমরাহ এজেন্ট কিংবা কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে টিকেট সংগ্রহকারী কোনো যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেওয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদুল ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। সরকার বারবারই বলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা যেভাবে ফরেন মিডিয়া কিংবা বিদেশিরা বলছে সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও সরকার অত্যন্ত সজাগ আছে। কিছু মাজারে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস ও সচেতন রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার (ক্লোজড-সার্কিট) মাধ্যমে শনাক্ত করতে পারলে আইনের আওতায় এনে বিচার করা হবে। কতোজনকে ধরা হয়েছে সেটির হিসাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফ করে জানাবে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনো তৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর