সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সময়: 12:09 pm - March 19, 2025 |

মানব কথা: আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

‎বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচএম খালিদ ইফতেখারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সমুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে দেয়া ক্ষমতাবলে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। আগে বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের জলসীমায় নিষেধাজ্ঞা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন)।

Share Now

এই বিভাগের আরও খবর