স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে: প্রধান বিচারপতির

মানব কথা: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, ‘বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। স্বতন্ত্র সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।’
শনিবার (৫ এপ্রিল) সকালে রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ হল রাষ্ট্রের একমাত্র অঙ্গ, যা বহু দশক ধরে অভ্যন্তরীণ সংস্কারে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। আর এই প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে নিজস্ব সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব। গত আটমাসে বিচার বিভাগ সংস্কারে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণ লক্ষ্যের এতটা কাছাকাছি কখনো আসেনি। যদি এই সুযোগ নষ্ট করা হয়, তবে তাতে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে। বিচার বিভাগের সংস্কার অর্থবহ ও ফলপ্রসু করতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিচার বিভাগের প্রধান সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। স্বতন্ত্র সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।’
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি স্টিফান লিলার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সেমিনারে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, রংপুরের বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌশুলি, পাবলিক প্রসিকিউটরসহ আইনজীবীরা সেমিনারে অংশ নেন।