গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‍্যালি

সময়: 9:31 am - April 10, 2025 |

মানব কথা: গাজা ও রাফায় ইসরায়েলি হামলা-গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সমাবেশ ও র‍্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় এই র‍্যালি শুরু হবে।

র‍্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একইদিন ঢাকাসহ দেশের সব মহানগরে দলটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর