পহেলা বৈশাখ ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র্যাব মহাপরিচালক

মানব কথা: র্যাবের মহাপরিচালক বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র্যাব।
আজ রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেই। তবে এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
র্যাব ডিজি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে, সেখানে র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
র্যাবের মহাপরিচালক আরো বলেন, ‘বৈশাখের অনুষ্ঠান ঘিরে ইভটিজিংসহ যে কোনো অপতৎপরতা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে র্যাব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এই ধারাবাহিকতায় এবারো পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় রেখে র্যাব কাজ করছে। কেউ যাতে এ অনুষ্ঠান নিয়ে অপপ্রচার চালাতে না পারে সে কারণে সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করা হচ্ছে।
র্যাব ডিজি আরো বলেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ডশো রয়েছে। আগামীকাল সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে রমনা বটমূলে। এরপরে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রা হবে। রবীন্দ্র সরোবরে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। এছাড়া মানিক মিয়া এভিনিউতে বিকেলে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠান রয়েছে। সে কারণে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি, পহেলা বৈশাখ সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে।
সারাদেশেই পহেলা বৈশাখ উদযাপিত হবে, সে কারণে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র : বাসস