এডিস মশা নিয়ন্ত্রণে মাঠে নামছে সেনাবাহিনী : ডিএনসিসি প্রশাসক

সময়: 12:27 pm - April 22, 2025 |

মানব কথা: ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে এবার বড় সিদ্ধান্ত নিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে এবার মাঠে নামছে সেনাবাহিনী। মঙ্গলবার ডিএনসিসি নগর ভবনে হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, “মশা নিয়ন্ত্রণে এতদিন আমরা যে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবহার করতাম, তাদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হওয়ায় এবার সে পথ থেকে সরে এসেছি। সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে দিয়ে এবার এই কাজ করানো হবে।”

ডিএনসিসি প্রশাসক জানান, “আগামী সপ্তাহ থেকে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। এরপর যেসব বাড়ি-ঘর অপরিচ্ছন্ন পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।”

“আমরা দেখতে পাই, ৯০ শতাংশ বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকে। লার্ভা ধ্বংসে ওষুধ ছিটাতে গেলে বাড়ির নিরাপত্তার অজুহাতে আমাদের কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এবার এসব আর চলবে না,” বলেন মোহাম্মদ এজাজ।

তিনি আরও বলেন, “ভাড়াটিয়ারা যেন মালিকদের চাপ দেন ঘর পরিষ্কার রাখতে, সেজন্য পরিস্থিতি তৈরি করতে চাই। নাগরিক দায়িত্বও এখানে গুরুত্বপূর্ণ।”

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার স্থাপন করা হবে বলে জানান প্রশাসক। এতে রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া সহজ হবে। প্রয়োজনে এসব কর্নার স্থাপনে ডিএনসিসি সরাসরি সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশারসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর