রাজধানীতে আ’লীগের আরও ১১ সদস্য গ্রেফতার

সময়: 10:10 am - April 24, 2025 |

মানব কথা: বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দফতর সম্পাদক মো: রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে, সাড়ে ১২টার দিকে ভাষানটেক এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদ নামেরও আরো দু’জন গ্রেফতার হন।

একই দিন রাত ১টার দিকে শান্তিনগর এলাকা থেকে আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, রাত ১২টার দিকে উত্তরা-১৪ নম্বর সেক্টর হতে বাবুলকে এবং রাত ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে শাহজালালকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে একই দিন রাত পৌনে ২টার দিকে শেওড়াপাড়া এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে ও রাত সাড়ে ১১টার দিকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। একই সময় বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার হয়েছেন।

তালেবুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত আসামিরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামায় থাকা আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর