রানা প্লাজা ট্র্যাজেডির ১ যুগ আজ

সময়: 10:31 am - April 24, 2025 |

মানব কথা: বিশ্বের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক দুর্ঘটনা এটি। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত এবং আহত দুই হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়।

আজ থেকে এক যুগ আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়েছিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা। বিশ্বের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক দুর্ঘটনা এটি। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত এবং আহত দুই হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়।

ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক, কম্পিউটার, প্রসাধন সামগ্রীও পোশাকের দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে ৮ম তলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স, নিউ ওয়েব স্টাইল, প্যান্টস অ্যাপারেল্স,প্যান্টম টেক ও ইথারটেক লিমিটেডসহ পাঁচটি গামের্ন্টস ছিল।

দুর্ঘটনায় আহত শ্রমিকরা কেউ কেউ ছোট পরিসরে বিভিন্ন ব্যবসা আবার অনেকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে এখন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বেকার জীবন যাপন করছেন। তাদের অভিযোগ, সারাবছর কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি। দিবস আসলেই খোঁজ নেন। দিবস চলে গেলে খোঁজ খবরও শেষ।

রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূর্ণবাসন, সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ও তার বড় স্ত্রীর বিরুদ্ধে রানা প্লাজার শ্রমিকদের টাকা আত্মসাত করার অভিযোগ করেছে শ্রমিক নেতারা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন ও করা হয়।

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দাবি আদায় আন্দোলনের সভাপতি নূরুল ইসলাম বলেছেন, ‘রানা প্লাজার ধ্বসের ২ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত শ্রমিকদের জনপ্রতি ১০ হাজার টাকা করে দিলেও ডা: এনামুর রহমানের বড় স্ত্রী রওশন আরা আমাদের আহত শ্রমিকদের নাম ঠিকানা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে বলে আমাদের থেকে তা নিয়ে কোনো টাকা আর আমাদের দেয়া হয়নি।’

নূরুল ইসলাম অভিযোগ করে বলেন- ‘ওই ফান্ডে সাড়ে ৩ কোটি টাকা রওশন আরা আত্মসাত করেছেন।’

এ ছাড়াও তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময় তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ওই সময় সংসদে বলেছিলেন- বিদেশ থেকে ব্যাংকে ১২৭ কোটি টাকা জমা পড়েছে। ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। অথচ ওই ফান্ড থেকে আমাদের শ্রমিকদের ২২ কোটি টাকা দিলেও ১০৫ কোটি টাকা কোথায় গেল।’

তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এবং ওই সময়ের সরকারের সাথে থাকা কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে এ টাকা আত্মসাতের অভিযোগ করেন।

তিনি রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেয়া, ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা, যেসব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট করা হয় নাই তাদের অ্যাকাউন্ট করা, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারী রাজনৈতিক নেতা- শ্রমিক নেতা ও এনজিওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন।

রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রানা প্লাজার সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদবেদীতে সাভার- আশুলিয়ার- ধামরাইসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ও নিহত শ্রমিকদের আত্নীয়-স্বজন সকাল ৯টা হতে দিনব্যাপী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিছিল, মানবন্ধনসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করবে দিন ব্যাপী।

বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো: রফিকুল ইসলাম সুজন বলেন, ‘বুধবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতির প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর