চাটখিলে বক্স কালভার্টি এখন মানুষের মরণ ফাঁদ

সময়: 2:17 pm - May 17, 2025 |

আনিছ আহম্মদ হানিফ:নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম সোসালিয়া কাবিল বাড়ির সামনের পাকা রাস্তার বক্স কালভার্ট মরন ফাঁদে পরিণতি হয়েছে। জন সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া রাস্তায় কচুয়া বটতলি পশ্চিম দিকে কাবিল বাড়ি হয়ে ওজি বাড়ী পর্যন্ত রাস্তা কালভার্ট টি সংস্কারের অভাবে মানুষের চলাচলের বেগাত হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা গেছে দীর্ঘ ২বছর যাবত বক্স কালভার্টির মধ্যাংশের কিছু অংশ ভেঙে পড়ে যায়। দুই পাশ দিয়ে মানুষ চলাচল করত গত ২/৩ দিন পূর্বে বক্স কালভার্টটির দুই পাশের ঢালাই ভেঙে পড়ে যাওয়াতে রিকশা সিএনজি মোটরসাইকেল রোগীবাহী এ্যাম্বুলেন্স গাড়ি ও সাধারণ জনগণের চলাচলের বেগাত সৃষ্টি হচ্ছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন পশ্চিম শোশালিয়া এলাকায় বিগত সরকারের আমলে পশ্চিম শোশালিয়া এলাকায় রাস্তায় কালভার্ট উন্নয়নের কোন কাজ করেনি। বর্তমানে রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ জনদুর্বক চরমে এলাকার সমস্ত জনগনের জোর দাবি কালভার্টি রাস্তাটি অনতিবিলম্বে উক্ত রাস্তা ও কালভার্ট টি নির্মাণে জোর দাবি জানায়।

Share Now

এই বিভাগের আরও খবর