নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
এম কে কামরুল ইসলাম: নলছিটিতে জাতীয়তাবাদী মহিলা দল সুবিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৮ জানুয়ারি বিকাল ৪টায় বি.জি.ইউনিয়ন একাডেমির হলরুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মহিলাদলের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জনাবা মনোয়ারা বেগম। বিশেষ অতিথি নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা শাহানাজ পারভিন।এছাড়াও বক্তব্য সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমদ মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জনাবা শাবনুর আক্তার টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ লিটন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ আলমগীর হোসেন, যুবদল নেতা মোঃ নান্না তালুকদার, মোঃ আনোয়ার হোসেন বাবুল, মোঃ শহিদ তালুকদার, মোঃ সাইফুল খান, মোঃ তরিকুল ইসলাম মিঠু।
আরও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাইনুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ সুমন তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরদার। ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মজিবর জোমাদ্দার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সজল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

















