বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন

সময়: 11:42 am - May 19, 2025 |

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হোটেলে সংগঠনের সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন দরবেশ-এর সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্ষকরী কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালায়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়েও সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।।

সভায় জেবস নেতৃবৃন্দ সচিবালয় বিটে কর্মরত প্রকৃত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যথাযথ দায়িত্ব পালনে কেউ সমস্যা সৃষ্টি করলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয় । পুনর্গঠিত কার্যকরী কমিটি- সভাপতি- মো: রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি), সহ সভাপতি- নাসির আল মামুন (আজকের প্রভাত), সহ সভাপতি- মুহাম্মদ নূরে আলম (বরষণ) ( দৈনিক সংগ্রাম),
সাধারণ সম্পাদক- মো: নিজাম উদ্দিন দরবেশ ( দৈনিক বর্তমান), যুগ্ম সাধারণ সম্পাদক- অয়ন আহমেদ ( প্রতিদিনের চিত্র বিডি ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মনিরুল ইসলাম রোহান ( দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক- মো: রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকন্ঠ), প্রচার সম্পাদক- মো: কামরুল হাসান ( চ্যানেল আই), নারী বিষয়ক সম্পাদক- মরিয়ম বেগম (মানবজমিন), নির্বাহী সদস্য- খন্দকার আলমগীর হোসাইন ( দৈনিক বর্তমান কথা), নির্বাহী সদস্য- মো: দেলোয়ার হোসেন ( দ্যা নিউ নেশন), নির্বাহী সদস্য- আল আমিন সেলিম ( দৈনিক গণমানুষের আওয়াজ)।

Share Now

এই বিভাগের আরও খবর