জামিনে মুক্ত সুইডেন আসলাম
মানব কথা: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এ কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি কারাগার ত্যাগ করেন।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন হলেন এই শেখ আসলাম। তিনি ২০১৪ সাল থেকে এই কারাগারে বন্দী ছিলেন।
সূত্র : বিবিসি