যারা একটি দলের প্রতিনিধিত্ব করছে তাদের পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন

মানব কথা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ নিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপের কারণে ইশরাক এখনও শপথ নিতে পারছেন না।
আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, “মেয়র পদ নিয়ে লড়াই কেবল পদ-পদবির জন্য নয়, বরং একটি কুৎসিত ও অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা উন্মোচনের লড়াই। কিছু ব্যক্তি, যাঁরা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকেও নিরপেক্ষতার ধারা ভেঙে একটি দলের স্বার্থে কাজ করছেন, তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
তিনি আরও বলেন, “এই চক্রান্তকারীরা ঢাকায় আমার শপথ ঠেকিয়ে আগামী জাতীয় নির্বাচনে তাঁদের উদ্দেশ্য কতটা একপাক্ষিক হতে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন। আমি নীরবে অনেক কিছু সহ্য করেছি, ব্যক্তিগত আক্রমণ, পরিবারের প্রতি কটূক্তি করার পরেও তবু পিছু হটিনি। কারণ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষাই আমার মূল লক্ষ্য।”
ইশরাক অভিযোগ করেন, “এই ব্যক্তিরা বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের পথে হাঁটছেন। একদিন তাদের পরিচয় জনসমক্ষে আসবে।”
স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি বলেন, “আমাদের আন্দোলন থেমে থাকবে না। হয় আমরা আমাদের দাবি আদায় করব, নয়তো আল্লাহর ইচ্ছায় মাটির নিচে শায়িত হব। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, জনগণের ভোটাধিকার নিয়ে একচুলও আপস করব না।”