প্রয়োজনে সারা বাংলাদেশের প্রতিটা গ্রামের ওয়ার্ডে শাহবাগ সৃষ্টি হবে : ব্যারিস্টার খোকন

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেন এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় নোয়াখালীর চাটখিল পৌরসভা দৌলতপুর মরহুম আনোয়ার হোসেন এর বাড়ীতে সামনে মাদ্রাসা মাঠে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম আলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ, সদস্য এডভোকেট এ বি এম জাকারিয়া, মরহুম আনোয়ার হোসেন এর স্ত্রী রাবেয়া আনোয়ার।
আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব মিজানুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদারুল আলম, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুব আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিছ আহমেদ হানিফ, ইমাম হোসেন টিপু , পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান সাজু, মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজয জগলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ, আলিয়া মাদ্রাসা শাখার সদস্য সচিব রিয়াজ খন্দকার প্রমুখ। প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব আজ যাদের কথায় উঠে বসেন তাদের আন্দোলনে হাসিনা পতন হয় নাই বিগত ১৭ বছর বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মামলা মাথায় নিয়ে গুম খুনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে গুমের শিকার দলীয় নেতাকর্মীদের লাশ আজও তার আত্মীয়-স্বজন খুঁজে পাই নাই। আপনি এনসিসির শাহবাগের আন্দোলন দেখেছেন বিএনপির আন্দোলন দেখেন নাই শুধু এক শাহবাগ নয় ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীরা শাহবাগ সৃষ্টি করবে। আপনি এবং আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ গুটি কয়েকজন রাষ্ট্র দায়িত্ব পালন করবে আবার আন্দোলনকারীদের সাথে গোপনে আতাত করবে এটা সংবিধান বিরোধী দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ঢাকার দক্ষিণের মেয়র হিসেবে ইসরাক হোসেনকে মেয়র হিসেবে রায় দিয়েছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে কাদের ইশারায় ষড়যন্ত্রের কারণে আপনি ইসরাক হোসেনকে শপথ করাচ্ছেন না। মনে রাখবেন আগামী ৬ তারিখের ভিতরে আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না করালে সারা বাংলাদেশের ঢাকা সহ প্রতিটা জেলা বিভাগীয় শহর ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে হাজার হাজার শাহবাগ সৃষ্টি হবে। সেদিন আপনাকে যারা কু পরামর্শ দিচ্ছে তারা আপনাকে রক্ষা করতে পারবে না।