৮৫ বছরে কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী
মানব কথা: বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী পা রাখছেন জীবনের ৮৫ বছরে। এই দীর্ঘ সংগীতযাত্রায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে গড়ে তুলেছেন এক অমলিন অবস্থান।
তবে জন্মদিন উদযাপন নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। বরাবরের মতো এবারও ১ আগস্ট দিনটি কাটাবেন পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে। তার ভাষায়, “কখনোই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিল না। এখনো নেই। আল্লাহ সুস্থ রেখেছেন, এটুকুই বড় প্রাপ্তি।”
১৯৬০ সালে উর্দু চলচ্চিত্র ‘ইয়ে ভি এক কাহানি’–তে প্লেব্যাকের মধ্য দিয়ে সংগীত জীবনের সূচনা। ১৯৬৪ সালে ‘ডাক বাবু’ ছবির ‘চাতুরী জানেনা মোর বধুয়া’ গানটি দিয়ে পান প্রথম দিকের জনপ্রিয়তা। এরপর দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশি চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য হৃদয়ছোঁয়া গান।
সবচেয়ে বেশি দ্বৈত গান করেছেন শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে। সংগীত পরিচালনা করেছেন ‘ফেরারী’ ছবিতে, এমনকি গানও লিখেছেন ‘তানসেন’ চলচ্চিত্রের জন্য।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত এই শিল্পী বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’–তে অংশ নিচ্ছেন। তিনি জানান, “এই অনুষ্ঠানে গেলে অনেকের সঙ্গে দেখা হয়, স্মৃতিচারণ হয়—ভালোই লাগে।”


















