হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কেউ কেউ নির্বাচন ব্যাহত করতে চায় : দুদু

সময়: 10:36 am - July 2, 2025 |

মানব কথা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুদু শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার’ বলেও আখ্যা দেন। তিনি বলেন, “গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। অথচ কেউ কেউ বলছে, গণঅভ্যুত্থান হয়েছে শুধুমাত্র এক দলকে হটিয়ে আরেক দলকে বসানোর জন্য। এর মাধ্যমে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।”

দুদুর বক্তব্যে স্পষ্টভাবে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা এবং নানা মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যায়, যা ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Share Now

এই বিভাগের আরও খবর