শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, জবাব দিলেন জাহিদ হাসান

সময়: 10:44 am - July 3, 2025 |

মানব কথা: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার নতুন চলচ্চিত্র ‘উৎসব’ ঈদুল আজহায় মুক্তি পেয়ে এখনো প্রেক্ষাগৃহে চলছে। এতে ‘খাইশটা জাহাঙ্গীর’ চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

তবে প্রশংসার পাশাপাশি সম্প্রতি এক বিতর্কেও জড়িয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহারে আপত্তি জানানোয় শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে শাকিব ভক্তরা তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাহিদ হাসান। বুধবার (২ জুলাই) আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করার প্রশ্নই আসে না। হয়ত আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা আমি ঠিকভাবে বোঝাতে পারিনি।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছিলাম, যখন কেউ নিজ গুণেই বড় হয়ে যায়, তখন তার নামের আগে বিশেষণ প্রয়োজন হয় না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা—এদের নামের আগে কিছু লাগেই না।’

শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিব ভক্তদের আবেগকে আমি সম্মান করি। তারা মন খারাপ করেছে, এটা ইতিবাচকই বলা যায়। কারণ ভালোবাসা থেকেই এমন প্রতিক্রিয়া। তবে তারা যদি আমার বক্তব্য ঠিকভাবে বুঝতেন, তাহলে দেখতেন—আমি শাকিব খানকে ছোট করিনি, বরং বড় করেই বলেছি।’

শেষে তিনি বলেন, ‘শাকিব খান তো আমাদেরই। আমাদের নিজেদের তারকাদের সম্মান করতে হবে। একজনকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ও দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

Share Now

এই বিভাগের আরও খবর