বিনোদন জগতের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘News24 Entertainment’

সময়: 9:04 am - July 6, 2025 |

বিনোদন প্রতিবেদক: বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েউঠেছে সংবাদ প্রচারের সবচেয়ে গতিশীল মাধ্যম। ঠিক তেমনই ‘News24 Entertainment’ ফেসবুক পেজটি এখন দেশের এবং আন্তর্জাতিক বিনোদন জগতের ভক্তদের জন্য একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম।

‘News24 Entertainment’ পেজে দেশীয় ও বিদেশি বিনোদনের নানা খবর প্রতিদিনই প্রচার করা হয়। বলিউড, টলিউড, ইউরোপ-আমেরিকার চলচ্চিত্র জগত থেকে শুরু করে টেলিফিল্ম, শর্টফিল্ম, নাটক, গান, কনসার্ট– সবকিছুর আপডেট পাওয়া যায় এই পেজে।

এই পেজটির একটি বিশেষ দিক হলো– নতুন তারকা, ইউটিউবার, টিকটকার, ইনফ্লুয়েন্সার ও মডেলদের নিয়ে বিশ্লেষণমূলক ও তথ্যনির্ভর কনটেন্ট প্রকাশ করা। যা অন্যদের থেকে News24 Entertainment-কে আলাদা করে তোলে।

এছাড়াও, পেজে জনপ্রিয় ও উদীয়মান তারকাদের নিয়ে টক-শো, ইন্টারভিউ, লাইভ কনভারসেশন ও স্পেশাল ফিচার প্রচার করা হয়। এর ফলে দর্শকেরা তাদের প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানার সুযোগ পান।

News24 Entertainment: দেশ-বিদেশের তারকাদের খবর ও বিনোদনের বিশ্বস্ত ফেসবুক পেজ

Meta Description: বলিউড, টলিউড, নাটক, শর্টফিল্ম, ইউটিউবার, মডেল ও নতুন তারকাদের তথ্যভিত্তিক খবর ও টক-শো নিয়ে জনপ্রিয় ‘News24 Entertainment’ ফেসবুক পেজ এখন Meta Verification-এর পথে।

Share Now

এই বিভাগের আরও খবর