নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি, যে আসনে যার সম্ভাবনা

সময়: 1:19 pm - July 6, 2025 |

মানব কথা: জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচির অংশ হিসেবে বেশ কয়েকটি জেলা ঘুরেছেন দলের কেন্দ্রীয় নেতারা। কিছু জেলায় পদযাত্রাকে ঘিরে জনসমাগমও হয়েছে উল্লেখযোগ্য।

এই পদযাত্রায় ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরছে দলটি। পাশাপাশি কিছু আসনে প্রার্থী ঘোষণাও শুরু করেছে এনসিপি।

দলের একটি সূত্র জানায়, যেখানে জনসমাগম বেশি, দলীয়ভাবে সংগঠন দৃঢ় এবং জটিলতা কম—এমন আসনগুলোতেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলো পূর্বপরিকল্পিত নয় বলেও দাবি সূত্রের।

এরই মধ্যে রংপুর-৪ আসনে দলটির সদস্যসচিব আখতার হোসেনের এবং কুড়িগ্রাম-২ আসনে যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের নাম ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে মুখ্য সংগঠক সারজিস আলমের নাম আনুষ্ঠানিকভাবে না জানালেও তার নামে স্লোগান দেওয়া হয়েছে, যা এক ধরনের ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলটির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির জানিয়েছেন, যেসব আসনে একাধিক প্রার্থী নেই ও সাংগঠনিক শক্তি আছে, সেখানে নাম ঘোষণা করা হচ্ছে। আবার কোনো কোনো আসনে একক প্রার্থী থাকলেও নাম জানানো হয়নি—পরিচিতি বাড়ানো হচ্ছে কেবল। মূল লক্ষ্য, সংগঠন বিস্তার।

জাতীয় নাগরিক পার্টির একাধিক সূত্র বলছে, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে নির্বাচন করতে পারেন।

এ ছাড়া শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা ঢাকা-১৭, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুর-৫ ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচন করতে পারেন।

যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন ঢাকা-১৩, জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০, এস এম শাহরিয়ার ঢাকা-৫, জাবেদ রাসিন ঢাকা-৯ এবং মো. রাসেল আহমেদ ঢাকা-১ থেকে লড়তে পারেন। আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ থেকে এবং আলী নাছের খান গাজীপুর-১ থেকে নির্বাচন করতে পারেন।

অন্যদের মধ্যে আশরাফ উদ্দীন মাহাদী ব্রাহ্মণবাড়িয়া-২, অনিক রায় সুনামগঞ্জ-২, প্রীতম দাশ মৌলভীবাজার, আরিফুর রহমান তুহিন ঝালকাঠি-১, অলিক মৃ টাঙ্গাইল-১, ভীম্পাল্লী ডেভিড রাজু খুলনা-১, মীর আরশাদুল হক চট্টগ্রাম-১৬ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।

মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা-১, আবু সাঈদ সুজাউদ্দীন কক্সবাজার, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩, মেজর (অব.) আব্দুল্লাহ মাহমুদ খান গাজীপুর-৩, আবু সাঈদ লিওন নীলফামারী-৩, ডা. মাহমুদা মিতু বরিশাল-৫, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল ভোলা-৪ থেকে নির্বাচন করতে পারেন।

এ ছাড়া অর্পিতা শ্যামা দেব ও এহতেশাম হক সিলেট, নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১, হাসান আলী চট্টগ্রাম-১৪ এবং ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা-২ আসনেও প্রার্থীদের নাম আলোচনায় রয়েছে

Share Now

এই বিভাগের আরও খবর