এসএসসিতে সেরা রাজশাহী, সর্বনিম্ন পাসের হার বরিশালে

মানব কথা: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাস করেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশিত হয়। ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোর বোর্ডে ৭৩ দশমিক ৬৯, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ০৭, সিলেট বোর্ডে ৬৮ দশমিক ৫৭, ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১, দিনাজপুর বোর্ডে ৬৭ দশমিক ০৩, কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৬০ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৮ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, যা ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
চলতি বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এবারে পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে।
সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজার ৫৭৯ জন। উপস্থিত ছিল ১৯ লাখ ৮ হাজার ৮৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। কৃতকার্য হতে পারেনি ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।
এই ফলাফলের তথ্য “গণমাধ্যম” সূত্রে জানা গেছে।