শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
সময়: 9:21 am - January 19, 2026 |
মানব কথা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার মধ্যেই নির্বাচন স্থগিতের আদেশ আসে, যা দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাশনা ইমাম ও মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

















