ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭

সময়: 3:26 pm - July 10, 2025 |

মানব কথা: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন আরও ৩৩৭ জন রোগী। ফলে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১৩ হাজার ৯৩১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকায় এবং আরেকজন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে এখন পর্যন্ত ১২ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন ও মে মাসে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৫৮ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ২৭ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ১ জন।

এর আগে ৭ জুন একদিনে সর্বোচ্চ ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর